মুঠোফোনের হঠাৎ ‘টুং’ শব্দে সমবিৎ ফিরে পেলাম, মার্চে খবরের ক্ষুদে-বার্তায়; যেখানে বর্ণিত ‘সাধারণ ছুটি’ সংক্রান্ত সরকারি নির্দেশ-যাতে আমরা সকলে মিলে করোনার বিস্তার রোধ করতে পারি। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে, ব্যাংকিং সেবা ব্যাহত না করে সীমিত আকারে পরিষেবা চালিয়ে যাওয়ার নির্দেশাবলি কেন্দ্রীয় ব্যাংক (বাংলাদেশ ব্যাংক) তথা নিজের ব্যাংক (কর্মস্থলের) সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে; যাতে অর্থনীতির চাকা সচল রাখা যায়। যেহেতু আমি একজন ব্যাংকার সেহেতু আমরাও সামাজিক দায়বদ্ধতায় ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়কে উপেক্ষা করে নিয়মিত সেবা দিয়ে আসছি, দেশের এই ক্রান্তিকালে।